Menu

Category

About US

আমার হাতে গড়া প্রতিষ্ঠান “নুপুর বুক সেন্টার”। আমি ২০০৫ সালে ঢাকা কলেজে পড়া কালীন আমার প্রয়াত বন্ধু শাহাবুদ্দিন এর সাথে যৌথ ব্যবসায় শুরু করি। সে তার ভাতিজির নাম অনুসারে দোকানের নাম দিয়েছিল, যা আজো চলমান। আজ সে নাই, আল্লাহ তাঁকে জন্নাতবাসী করুক এই কামনা করি। সে অবস্থা থেকে আমার এ ব্যবসা দিন দিন উন্নতি করার চেষ্টা করতেছি।কাস্টমারকে উন্নত সেবা দেয়ার লক্ষ্যে, আমি ও আমার ছোটভাই সৎ ভাবে চেষ্টা করে নতুন নতুন ডিজিটাল সিস্টেম ব্যবহার করে ব্যবসা কে আপডেট রাখার চেষ্টা করি। আমাদের দোকানের মেজরিটি কাস্টমার হচ্ছে বুয়েটের ছাত্ররা। তাদের নতুন নতুন বই গুলো করে দেয়ার জন্য ২০১০ সালে PDF থেকে ছাত্রভাইদের বই তৈরি করে দেয়ার পদক্ষেপ গ্রহন করি। তাঁরা আমার সার্ভিস পেয়ে খুব খুশি হয়। তাঁদের সহযোগিতায় নীলক্ষেত বই মার্কেটে বিশেষ করে সিইসি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বই বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিনত হই। পাশাপাশি বুয়েটের অন্যান্য ডিপার্টমেন্টের ছাত্র এবং শিক্ষক ভাইয়েরা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে থাকে। সাথে সাথে ব্যবসা কে অণলাইনের আওতায় আনার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় ২১১২ সালে সর্বপ্রথম নীলক্ষেত বই মার্কেট থেকে ঢাকা শহরে বই হোম ডেলিভারি করার পদক্ষেপ নেই। তারই ধারাবাহিকতায় বর্তমানে দেশের ৬৪ জেলার ৪৯২ টা থানা শহরে হোমডেলিভারি সহ ক্যাশঅন ডেলিভারিতে বই সরবরাহ করে যাচ্ছি। ছাত্রদের প্রয়োজনমতো যে কোন ভাষার বই আমরা PDF থেকে তৈরি করে দিচ্ছি। কাস্টমার যাতে ঘরে বসে সেবা পায় সেজন্য সর্বপ্রথম নীলক্ষেত বই মার্কেটে আমরা আমাদের দোকানের নামে ওয়েবসাইট তৈরি করি।যা থেকে করনাকালীন সময়ে ছাত্ররা অনেক উপকৃত হয়। যদি ও আমরা এটাকে ই-কমার্স ওয়েভসাইট হিসেবে কাস্টমার কে সার্ভিস দিতে পারিনি, কারণ তাতে অর্ডার প্লেস ও ব্যাকেন্ড সিস্টেম টা ডেভেলোপাররা ঠিক মতো চালু করে দিতে পারে নি। তাই এখন আবার নতুন করে আপডেট করার কাজ চলতেছে।আশাকরি আগামী ১০-১৫ দিনের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে। যার ফলে আপনারা সমস্যার মুখোমুখী না হয়ে সহজেই আপনার কাঙ্খিত বই ঘরে বসে অর্ডার করে ঘরেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন এই আশা রেখে আমাদের সম্পর্কিত সংক্ষিপ্ত বর্ণনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ । CEO, “NUPUR BOOK CENTER”.